1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন

আফগান থ্রিলার জয় নেপালের, ইংল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একদিনে দুই থ্রিলার ম্যাচ দেখলো ক্রিকেটপ্রেমীরা। এক ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি নেপাল। অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড।

গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকায় আফগানিস্তানের বিপক্ষে থ্রিলার ম্যাচে জয় পেয়েছে নেপাল। ইস্ট লন্ডনে টস জিতে ব্যাট করতে নেমে ১৪৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ৫০ ওভারের ম্যাচ তারা খেলতে পেরেছে ৪০.১ ওভার।

জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য আর ২ রান বাকি থাকতে নবম উইকেট হারায় নেপাল।অর্থ্যাৎ জয়ের জন্য প্রয়োজন ২ রান, হাতে আছে ১ উইকেট। তবে শেষ পর্যন্ত বাউন্ডারি হাঁকিয়েই জয় আদায় করে নিয়েছে নেপাল।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন এএম ঘাজানফার। ৩১ রান করেন অধিনায়ক নাসের খান মারুফখালি। নেপালের বোলার আকাশ চাঁদ ৩৪ খরচায় তুলে নেন ৫ উইকেট।

নেপালের হয়ে ফিফটি হাঁকান অধিনায়ক দেব খনেল। ৭ বাউন্ডারিতে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। ২৭ রান করেন দিপক বোহারা। আফগান বোলার ফরিদুন দোয়াতজাই শিকার করেন ৩ উইকেট।

দিনের অপর ম্যাচে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভার খেলে ১৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৫৬ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম উইকেটে ৩২ বলে ৩৬ রানের জুটি করে ম্যাচ ড্র করেন নাথান এডওয়ার্ড ও তারিক এডওয়ার্ড। যদিও পুরো অবদানই নাথানের। তবে দলকে জিতিয়ে উঠতে পারেননি তারিক। স্কোর সমতায় রেখেই আউট হয়ে যান তিনি।

অবশেষে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতান নাথান। ১ রানের জন্য ফিফটি হয়নি তার। ৮০ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক স্টিফেন প্যাসকেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!