স্পোর্টস ডেস্ক : সাত বছর আগে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা পিএসজির বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছিল । ক্যাম্প ন্যুতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৬-১ গোলে সেই হারের প্রতিশোধ নিলো ফরাসি ক্লাব।
মঙ্গলবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনাকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগের ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জিতে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে তাতে ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠলো প্যারিস ক্লাব।
প্রথম লেগে একটি অন-টার্গেট শটও নিতে পারেননি কিলিয়ান এমবাপে। সেই ব্যর্থতার পুষিয়ে দিয়েছেন দ্বিতীয় লেগে করেছেন জোড়া গোল।
ম্যাচের এক তৃতীয়াংশ না যেতেই রনালদ আরাহো লাল কার্ড দেখেন। তখনই যেন হাল ছেড়ে দেয় বার্সেলোনা। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বার্সা। আরাহোর কাছ থেকে বল পেয়ে পিএসজির এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে রাফিনহাকে কাটব্যাক করেন লামিনে ইয়ামাল। আশরাফ হাকিমিকে এড়িয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান।
২৯ মিনিটে মূলত একটি লাল কার্ডই ম্যাচের চিত্র বদলে দেয় বার্সার। ডি-বক্সের দিকে ছুটে যাওয়া বারকোলাকে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন আরাহো।
৩৯তম মিনিটে ম্যাচে ফেরে বারকোলার ক্রসে ফাঁকায় বল পেয়ে যান পিএসজির উসমান দেম্বেলে। ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি সাবেক এই বার্সা তারকা।
দ্বিতীয়ার্ধের ৫৪ ডি-বক্সের বাইরে থেকে বল জালে পাঠান ভিতিনহা। ৬১ মিনিটে স্পটকিক থেকে পিএসজিকে কাঙ্ক্ষিত গোল এনে দেন এমবাপে। ডি-বক্সের মধ্যে দেম্বেলেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
৬৫তম মিনিটে বার্সার সহকারী কোচকেও লাল কার্ড দেখান রেফারি। সাত মিনিট পর লেভাডোভস্কির শট ঠেকান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।
ম্যাচের ৮৯ মিনিটে ফের গোল করে বার্সার কফিনে পেরেক ঠুকে দেন এমবাপে।
আজ জয়ের কোনো বিকল্পই ছিল না পিএসজির। টাই-ব্রেকার এড়িয়ে সরাসরি সেমি-ফাইনাল খেলতে হলে জিততে হতো দুই গোলের ব্যবধানে। অন্যদিকে কেবল হার এড়িয়ে ড্র করলেই চলতো বার্সেলোনার।বার্সেলোনার মাঠে দাপুটে জয় তুলেই সেমি-ফাইনালের টিকিট কাটল পিএসজি।