স্পোর্টস ডেস্ক : বর্তমান যুগে বিশ্বজুড়ে বেশ আলোচিত ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট। আর সেসব লিগে বিভিন্ন দলের আইকনিক খেলোয়াড় থাকেন যারা একই দলের হয়ে টানা খেলে থাকেন। যেমন আইপিএলে মাহেন্দ্র সিং ধোনি মানে চেন্নাই সুপার কিংস। আর বিরাট কোহলি তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতীক হয়ে উঠেছেন।
অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগের এতগুলো আসর হয়ে গেলেও নির্দিষ্ট কোনো খেলোয়াড় হয়ে উঠতে পারেনি কোনো দলের ‘পোস্টারবয়’। আর এই আক্ষেপ ঝরেছে তামিম ইকবাল-মুশফিকুর রহিমের কণ্ঠে। আইপিএলের উদাহরণ টেনে তামিম ও মুশফিকুরের দাবি, বিপিএলেও একই দলে অন্তত ৩ বছর থাকার সুযোগ রাখা হোক। যাতে ওই নির্দিষ্ট দলের ‘পোস্টারবয়’ হয়ে উঠতে পারেন তাঁরা।
গত শনিবার ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দিয়েছেন তামিম ও মুশফিক। এসময় তাঁরা বিভিন্ন স্মৃতিচারণ করা ছাড়াও বিপিএল নিয়ে কথা বলেন। আড্ডার একপর্যায়ে তামিম মুশফিকের দৃষ্টি আকর্ষণ করে বিপিএলে ক্রিকেটারদের নির্দিষ্ট দল প্রতিনিধিত্ব করার কথা তোলেন। তামিম বলেন, ‘বিপিএল দারুণ টুর্নামেন্ট। সন্দেহ নেই এখানে অনেক কিছু শিখি আমরা। কিন্তু এখানে যেটা সবচেয়ে বেশি মিস করি সেটা হলো আইপিএলে যেমন চেন্নাই মানেই ধোনি, মুম্বাই মানেই রোহিত। আমাদের এখানেও যদি এমন হতো।’
আইপিএলে কোহলি শুরু থেকে টানা ১৩ মৌসুম ধরেই খেলছেন আরসিবিতে। ধোনিও টানা খেলে গেছেন চেন্নাইয়ে। যদিও মাঝে ৩ বছর নিষেধাজ্ঞা ছিল দলটির। এই সময় অন্য দলে খেলেছেন তিনি। এছাড়াও রোহিত শর্মা গত ১০ বছর ধরে খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রেও বিষয়টি এমন। আর এর ফলে খেলোয়াড়রা কেবল ওই দলের শিরোপা জয় নিয়ে ভাবেন বলে মনে করেন তামিম।
কিন্তু বিপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের নেই এমন কোনো সুযোগ। প্রতি মৌসুমেই নতুন করে দল গোছায় ফ্র্যাঞ্চাইজি। ফলে ক্রিকেটারদের দলবদল হয় প্রায় সব মৌসুমে। থাকতে হয় অনিশ্চয়তায়। ফলে দলের শিরোপা জয়ের চেয়েও বেশি মন দেয় নিজেদের পারফরম্যান্সে। এমনটাই মনে করেন এই দুই ক্রিকেটার।
যেমন তামিমকে ৭ মৌসুমে খেলতে হয়েছে ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। আর মুশফিকতো প্রতি মৌসুমে নতুন দলে যুক্ত হচ্ছেন। ফলে তাদের ফ্যানরাও কোনো নির্দিষ্ট দলের সমর্থন করতে পারেন না। একটা ফ্যানবেইজ ও সৃষ্টি হয় না। এ সমস্যার সমাধান হিসেবে তামিম বলেন, ‘আমরা যে ৫ জন সিনিয়র আছি, যদি আমাদের দল পছন্দ করার সুযোগ থাকত, কিংবা এমন নিয়ম থাকত যে এক দলে ৩ বছর অন্তত থাকতে হবে, তাহলে ভালো হতো। দল ছেড়ে দিলে অন্য কথা। কিন্তু ৩-৪ বছর একই দলে থাকলে ফ্যানবেইজ গড়ে ওঠে। যা ক্রিকেটারের জন্য ভালো, দলের জন্য ভালো, সব মিলিয়ে দেশের ক্রিকেটের জন্য ভালো।’
এ নিয়ে মুশফিকের মতামত জানতে চান তামিম। মুশফিক নিজেকে এর সবচেয়ে বড় ভুক্তভোগী দাবি করে বলেন, ‘এখানে তো সবচেয়ে ভুক্তভোগি আমিই। প্রতি বছরই নতুন দলে খেলতে হয়েছে। বারবার নতুন করে চুক্তি হওয়াটা ক্রিকেটার, কোচ, দল, সমর্থক, সবার জন্যই অনেক চ্যালেঞ্জিং।’
এরপর তামিমের কথার সঙ্গে একমত পোষণ করে আরও যোগ করেন, ‘আমাদের এখানে যদিও এখনও হোম-অ্যাওয়ে সিস্টেম গড়ে ওঠেনি। অন্তত ৭-৮ জন শীর্ষ ক্রিকেটারকে আইকন হিসেবে দল পছন্দ করার সুযোগ দিলে, বছর তিনেক এক দলে খেললে ফ্যানবেইজ গড়ে ওঠে, মালিকরাও তাদের নিয়ে পরিকল্পনা করতে পারে। অথচ এখন মনে হয়, একটা দল আছে যেখানে আমি খেলি। আর লম্বা সময় খেললে দলটাকে নিজের মনে হবে। দুটির মধ্যে অনেক পার্থক্য।’
সেই পার্থক্যের আভাস পাওয়া গেছে তামিমের কণ্ঠে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে টানা দুই মৌসুম খেলার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমি কুমিল্লায় মাত্র দুই বছর খেলেছি, দ্বিতীয় বছরেই মনে হয়ে দলটা নিজের। সত্যি বলতে, যত কিছুই বলি, একটা দলে এক বছর খেললে, নিজের পারফরম্যান্স নিয়েই ভাবনা থাকে বেশি। লম্বা সময় খেললে, দলের ভাবনাই সবার আগে থাকবে। ধোনি-রোহিতদের জন্য কিন্তু দলকে শিরোপা জেতানোই থাকে সবকিছুর আগে।’