নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বোরো ধানের জাত-১০, বিনাধান-২৪ ও বিনাধান-২৫ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ মে) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের বাঘবেড় টাকিমারী গ্রামে পৃথকভাবে বিনা উদ্ভাবিত তিনটি বোরো ধানের দুই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ ফসল কর্তন ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মওদুদ আহমেদ। এসময় বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের খামার ব্যবস্থাপক কৃষিবিদ শফিকুজ্জামান, কৃষক সাইফুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে জানানো হয়, বিনা উদ্ভাবিত বোরো ধানের জাতসমূহ স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল। ১৪০ দিনে এ ধানের প্রতি একরে ফলন হয় ৬৫-৭০ মণ। বক্তারা আরও বলেন, কম সেচ এবং কম সার ব্যবহারে বিনা বোরা ধানের আবাদ করা যায় বলে এ ধান উৎপাদনে খরচও কম হয়। এছাড়াও বিনাধান-২৫ চিকন ও সুস্বাদু।