নালিতাবাড়ী (শেরপুর) : মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন।
আনারস প্রতীকে ৩৯ হাজার ৮০৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু। প্রধান এ দুই প্রতিদ্বন্দ্বীতাকারীর ভোটের ব্যবধান ২১ হাজার ৯৮৯ ভোট।
এছাড়াও অপর দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৫ ভোট। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮শ ভোট।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম কলসী প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত ভোট ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীতাকারীদের ভোটের পরিমাণ জানা যায়নি।
ভাইস চেয়ারম্যান পদে ৬০টি কেন্দ্রের ফলাফলে টিউবওয়েল প্রতীকের প্রার্থী শেখ ফরিদ ও চশমা প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রাজনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতা পাওয়া গেলেও অন্যান্য কেন্দ্রের ফলাফল প্রস্তুত না হওয়ায় কিছু বলা সম্ভব হচ্ছে না।