শেরপুর : সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নকলা ও নালিতাবাড়ী উপজেলায় মহিলঅ ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী বাজিমাত করেছেন। প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীর তুলনায় বিশাল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বীরা যেন তাদের পাত্তাই পায়নি।
এরা হলেন- নালিতাবাড়ী উপজেলা পরিষদের দ্বিতীয় বারের মতো নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি আশুরা বেগম। কলসী প্রতীকে তার প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৮৫১। ফুটবল প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোহেলিকা দিব্রা পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট। এছাড়াও পদ্মফুল প্রতীকে ১৩ হাজার ১৬৩ ভোট পেয়েছেন ক্লোডিয়া নকরেক কেয়া এবং হাঁস প্রতীকে ৪ হাজার ৪১৬ ভোট পেয়েছেন রাজিয়া সুলতানা।
নকলায় প্রজাপতি প্রতীকে নির্বাচিত লাকী আক্তার ৬১ হাজার ২৬৯ ভোট পেয়ে বাজিমাত করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন হাঁস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩৪ ভোট। এছাড়াও কোহিনুর বেগম কলস প্রতীকে ৬ হাজার ৬৯৩ ভোট ও আলেয়া পারভীন ফুটবল প্রতীকে ৩ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন।