বান্দরবান : বান্দরবানে ধর্মীয় ভাবগামভীর্যের মধ্য দিয়ে বোধিবৃক্ষে পানি উৎসর্গের মাধ্যমে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব (বৈশাখী পূর্ণিমা) শুভ বুদ্ধ পূর্ণিমা।
এ উপলক্ষে বুধবার (২২ মে) সকালে বোমাং সার্কেলে চীফ রাজা উচপ্রু চৌধুরী নেতৃত্বে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গন থেকে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এসময় শত শত নর-নারী, দায়ক-দায়িকা, উপ-উপাসীকাবৃন্দ চন্দনের পানি ও ফুল নিয়ে অংশ গ্রহণ করেন।
ধর্মীয় শোভাযাত্রাটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষতলে এসে সমবেত হন পূজারীরা। সেখানে প্রার্থনা ও পঞ্চমশীল গ্রহন পর চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন। এসময় ধর্ম দেশনা দেন রাজগুরু বিহারের অধ্যক্ষ কেতু মহাথের। ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বীরা ভগবানে নিকট ইহকাল ও পরকালের শান্তির পাশাপাশি দেশ ও জাতীর উদ্দেশে মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজরিত বুদ্ধ পূর্ণিমা। তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময়।