1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে বিজয় হয়েছেন যারা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

বান্দরবান : কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে ন্যায় এবারে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে বান্দরবানে লামা ও নাইক্ষ্যংছড়ি দুই উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ মে) রাত্রে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এসএম সাহাদাত হোসেন বেসরকারিভাবে এ ঘোষণা দিয়েছেন।

এবারে লামা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা জামাল আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ২০ হাজার ৬শত ৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মো. জাকের হোসেন মজুমদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১৬টি ভোট।

এছাড়া প্রদীপ কান্তি দাশ টিউবওয়েল প্রতীক নিয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান ও সুলতানা নাজমা প্রজাপতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান পদে ১৫ হাজার ১শত ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হলেন দু’বারের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আনারস প্রতীকে পান ১১ হাজার ৪ শত ৩২ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কামাল উদ্দিন চশমা প্রতীক নির্বাচিত হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও সাংবাদিক সানজিদা আক্তার রুনা কলস প্রতীকে নির্বাচিত হন।

দুই উপজেলার নির্বাচন নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভোট কার্যক্রম সম্পন্নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ভিডিপি’র স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব ও বিজিবি’র সদস্যরা টহলে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। নির্বাচন চলাকালিন কোন ভোটকেন্দ্রে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৬টি ভোট কেন্দ্রে ৪৫ হাজার ২৭৯ জন ভোটার এবং লামা উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে ৮২ হাজার ৩ জন ভোটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com