1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৭ জুন ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ মে, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : চলতি মৌসুমে শেরপুরের ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫মে) সকালে ঝিনাইগাতী খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, খাদ্যগুদাম কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, লো পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে হাজার ৬৪৯ মেট্রিকটন ধান এবং মিল মালিকদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ১ হাজার ৭৭৪ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!