নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মে) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিআরডিবি সভাকক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মনসুর আহমেদ প্রমুখ।
সমন্বয়কারি হিসেবে ছিলেন উপজেলা সহকারি সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান। দিনব্যাপী এ প্রশিক্ষণে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন গ্রাম সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন।