বান্দরবান : বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে রোয়াংছড়ি উপজেলা থেকে পাহাড়ে গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন আরও একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রেমথাং লিয়ান বম (৩৭)। সে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদরের ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মুনকোয়াল বমের ছেলে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে আইন-শৃঙ্খলার বাহিনী কঠোর পাহারায় বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল হক আসামি রেমথাং লিয়ান বমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান আদালতের পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, রোয়াংছড়ি থানায় দায়ের করা মামলায় রেমথাং লিয়ান বমকে আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।
উল্লেখ্য, গত চলতি বছরে ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আসামীদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর এই অভিযানে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ৯১জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।