1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

ঘুর্ণিঝড় রিমালের তান্ডব: সুন্দরবনে ২৬ মৃত ও ৮টি জীবিত হরিণ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুন, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : টানা ১৭ ঘন্টা তান্ডব চালানো ঘুর্ণঝড় রিমালে ক্ষতিগ্রস্থ সুন্দরবনে গত দুই দিনে ২৬টি মৃত ও ৮টি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

গত সোম ও মঙ্গলবার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের জামতলা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় নদীতে ভেসে আসা আরো ৮টি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, ২৮ মে মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের জামতলা এলাকা ভেসে আসা ২৪টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ২৬ টি মৃত ও ৮ টি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ প্রায় ১৭ ঘন্টা তান্ডব চালানো এ ঘুর্ণিঝড়ে সুন্দরবনে প্রায় ৭ থেকে ৮ ফুট জলোচ্ছাসের কারনে ও দফায় দফায় উচ্চ জোয়ারের কারনে নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা মিষ্টি পানির পুকুরগুলোতে নবনাক্ত পানি প্রবেশ করায় পানীয় জলের সংকটে পড়েছে।

বন বিভাগের তথ্য মতে, এ ঝড়ে সুন্দরবনের দুবলার চর সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া বুড়িগোয়ালী, কলাগাছিয়া, হলদিবুনিয়া, কাচিকাটা, দেবোকী স হবন বিভাগের ক্যাম্পগুলোতেও বেশ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার গড়াণ, কেওড়া সুন্দরী গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছপালার ভেঙ্গে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com