ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরোর “ঝিনাইগাতী ক্লাব’র” উদ্যোগে ঘর পেলো উপজেলার পশ্চিম আহম্মদনগর গ্রামের স্বামী পরিত্যক্তা অসহায় সাফিয়া বেগম।
শুক্রবার (৭ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে সাফিয়া বেগমের কাছে ঘরের চাবি হাতে তুলে দেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, ঝিনাইগাতির সদর ইউনিয়নের পশ্চিম আহম্মদনগর গ্রামের স্বামী পরিত্যক্তা অসহায় সাফিয়া বেগমের বসবাসের জন্যে ছিল না। এমতাবস্থায় বিষয়টি ঝিনাইগাতী ক্লাবের সদস্যদের দৃষ্টিগোচর হলে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি সৌদি প্রবাসী এক দানবীরকে জানানো হয়। পরে সৌদি প্রবাসীর অর্থায়নে এবং “ঝিনাইগাতী ক্লাব’র” বাস্তবায়নে স্বামী পরিত্যক্তা অসহায় সাফিয়া বেগমের বসবাসের জন্যে ২৪/১৩ফুট সেমিপাকা একটি ঘর নির্মাণকাজ সম্পন্ন করে তাকে বুঝিয়ে দেওয়া হয়। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই নারীর হাতে ঘরের চাবি হস্তান্তর করে সমিতির কর্তৃপক্ষ।
এসময় অন্যান্যের মাঝে ক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ছামিউল হক রনি, কোষাধ্যক্ষ পেয়ার জাহান ফয়সালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।