নালিতাবাড়ী (শেরপুর) : ভোগাই নদীর নিষিদ্ধ সীমানা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে পৃথকভাবে বিনাশ্রম কারাদদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে শ্যালুচালিত ৭টি মিনি ড্রেজার ধ্বংস করা হয়েছে।
শনিবার (৮ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ব্রীজ এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার নাকুগাঁও ব্রীজ সংলগ্ন এলাকায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ী। শনিবার দুপুরে এমন সংবাদের ভিত্তিতে ভ্রম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনে জড়িত থাকায় নয়াবিল এলাকার আকরাম (৪৮) ও আব্দুল মালেক (৪০) কে ৩ মাস করে এবং নয়াবিল বানিয়াপাড়ার আব্দুল জলিল (৩৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালুচালিত ৭টি মিনি ড্রেজার ধ্বংস করা হয়।
পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।