1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

ঈদে গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে শেরপুরে আটক ৮

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুন, ২০২৪

শেরপুর : শেরপুরে ঈদ উপলক্ষে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং চাঁদাবাজির অপরাধে আটজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৩ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা, ৯টি মোবাইল, চাঁদা আদায়ের হিসাবের দুটি টালি খাতা ও বিপুল চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। অভিযানে নেতৃত দেন র‌্যাব-১৪ এর জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক।

আটককৃতরা হলেন- শেরপুর শহরের পূর্বনবীনগর মহল্লার মজিবুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৩৮), দক্ষিণ নবীনগর মহল্লার আব্দুন সাত্তারের ছেলে আল-আমিন (৩৭), একই মহল্লার মৃত আফছার আলীর ছেলে মানিক মিয়া (৫৫), উত্তর নবীনগর মহল্লার আজিজুল হকের ছেলে আতিকুর হক (৩৯), নবীনগর এলাকার আমিনুল হকের ছেলে আল-আমিন সরকার (৩৮), বয়রা পরানপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩১), চকপাঠক মহল্লার আজাহার আলীর ছেলে আতাউর কবির ওরফে এনামুল (৩৮) ও সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি এলাকার মৃত তমির হাজীর ছেলে তারা মিয়া (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সম্প্রতি পরিবহনে চাঁদাবাজির বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচারিত ও দেশব্যাপী আলোচিত হচ্ছে। বিভিন্ন অঞ্চলে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি করা হচ্ছে। পণ্য পরিবহনের সময় ভুয়া রসিদে চলে এই চাঁদাবাজি। আর এতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়। ফলে জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে সদর দপ্তরের নির্দেশে সারা দেশের ন্যায় জামালপুর ও শেরপুরেও চাঁদাবাজির তথ্য উদ্ঘাটন করা হয়। তারই অংশ হিসেবে রোববার শেরপুর সদর থানার এমএস সামাদ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় আটজন সদস্যকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পণ্যবাহী গাড়ি, সিএনজিচালিত অটোরিকশায় চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। চক্রটি রাস্তায় ড্রাইভারদের কাছ থেকে অবৈধভাবে প্রতিরাতে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে গাড়ি ভাঙচুর, মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com