নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় দক্ষিণ রাজাপুর গ্রামের সুকুরঞ্জন রায়ের বাড়ির মাছের ঘেরের পাশের তাল গাছ থেকে গত শনিবার (২৯ জুন) ৮ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় বনে অবমুক্ত করা হয় অজগরটি।
ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুল দেবনাথ জানান, শনিবার ভোর ৬ টার দিকে মাছের ঘেরে খাবার দিতে গেলে ঘেরের পূর্ব পাশের একটি তালগাছে অজগরটি দেখতে পান তিনি। পরে বিষয়টি বন বিভাগকে জানালে খবর পেয়ে বন বিভাগ অজগরটি উদ্ধার করে। অজগরটি ৮ ফুট লম্বা এবং ওজন প্রায় ১০ কেজি।
এসও বিপুল দেবনাথ জানান, ধারণা করা হচ্ছে খাবার খোঁজে সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে চলে এসেছে। একে না মেরে পরিবারটি সচেতনতার পরিচয় দিয়েছে। এভাবে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী গ্রামে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি।