শেরপুর : শেরপুরে টাকা চুরি করতে গিয়ে দেখে ফেলায় প্রতিবেশী বিধবাকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় অভিযুক্ত আলিমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সহায়তায় বুধবার (৩ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তথ্য জানানো হয়। আলিমুল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, গত ২৭ জুন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী নার্গিস বেগম ব্যাংক থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে নিজ ঘরের ট্রাঙ্কে রাখেন। বিষয়টি স্থানীয় ছিঁচকে চোর আলিমুল ইসলাম টের পেয়ে ওই টাকা চুরির উদ্দেশ্যে একইদিন মধ্যরাতে নার্গিস বেগমের বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং চুরির চেষ্টা করে। এসময় ট্রাঙ্কের তালা ভাঙার শব্দ শুনে নার্গিস বেগম টর্চ লাইট জ্বালিয়ে আলিমুলকে চিনে ফেলেন। এতে আলিমুল তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিস বেগমের পেট ও গলায় আঘাত করে পালিয়ে যায়।
পরে চিৎকার শোনে নার্গিস বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন রাতে মারা যান। ওই ঘটনায় নিহতের ছেলে রাকিব হোসেন প্রকাশ বাদী হয়ে আলিমুলসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে হত্যাকাণ্ডের পর আলিমুল গা ঢাকা দিয়ে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইদুর রহমান, ডিআইও ওয়ান জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।