নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি আজাদ মিয়া (২৯) কে গ্রেফতার করেছে র্যাব-১৪ জামালপুর।
গত রোববার (১৪ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ঢাকার উত্তরখান থানার বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ মিয়া শ্রীবরদী উপজেলার কারারপাড়া গ্রামের আফরোজ আলীর ছেলে।
সোমবার র্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের অটোরিকশা চালক নূর ইসলামের ষোল বছর বয়সী ছেলে শাহীন গত ৫ জুন অটোরিকশা ভাড়ায় চালাতে বের হয়। দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ী শহরের চিতাখলা মোড় থেকে এক যাত্রী নকলার ধনাকুশা বাজারের যাওয়ার জন্য ওই অটোরিকশাটি ভাড়া করে। পথিমধ্যে যোগানিয়া পূর্বপাড়া মোড়ে যাওয়া মাত্র সাদা রঙের প্রাইভেটকারে আসা দু’জন লোক অটোরিকশাটি থামায়। এরপর তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীর দেহ তল্লাশি করে মাদক পাওয়া গেছে বলে জানায়। পরে ওই যাত্রীসহ অটোচালক শাহীন মিয়াকে প্রাইভেটকারে উঠিয়ে তিনানী বাজারে অদূরে ফাঁকা রাস্তায় নিয়ে দু’জনকে ছেড়ে দেয়।
এদিকে ডিবি পুলিশ পরিচয়ে যোগানিয়া থেকে অটোরিকশাটি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা অটোরিকশাসহ সেলিম নামে একজনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ অটোরিকশাসহ সেলিমকে আটক করে। পরে সেলিমের দেওয়া তথ্যে ডিবি পুলিশ সেজে অভিনব পন্থায় অটোরিকশা চুরির ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় নূর ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে।
র্যাব জানায়, জনতার হাতে আটক সেলিম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাউসা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। মামলার পর সেলিম ছাড়া অন্য আসামীরা আত্মগোপনে চলে যায়।