শ্রীবরদী (শেরপুর) : করোনার প্রভাবে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘরে থাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলেন উপজেলা কৃষক লীগ।
গত সোমবার উপজেলার তাতিহাটি ইউনিয়নের পূর্ব ছনকান্দা গ্রামের দরিদ্র দুই কৃষকের এক একর বোরো ধান ক্ষেত কেটে ধান ঘরে তুলে দেন কৃষক লীগের নেতাকর্মীরা।
সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ছালেম এর নেতৃত্বে ধান কাটা উৎসবে যোগ দেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির.উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, কাকিলাকুড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোতালেব হোসেন, সিংগাবরনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক একেএম মাহবুবুর রহমান লিটন, রানীশিমুল ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জজ মিয়া ও কেকেরচর ইউনিযন কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ কৃষকলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।