শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পুলিশের বাধা পেরিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা তাতিহাটী এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের উত্তর বাজার এলাকায় পৌছলে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশ মিছিলটি পণ্ড করার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা পুলিশি বাধা পেরিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে শ্রীবরদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
এদিকে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলের সংবাদ পেয়ে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলা পরিষদ সামনে রাস্তায় অবস্থান নেয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী রাহাতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আন্দোলনকারী এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ তৎপর থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।