নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পিকআপ ভ্যানের চাপায় শাপলা (২৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার গণপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া গ্রামের আলম মিয়ার স্ত্রী। এসময় ওই গৃহবধূর ৩ বছরের শিশু তাওহীদ ও সমেজ মিয়া নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১লা আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব চিথলিয়া বাজারে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত শাপলা তার শিশু তাওহীদকে নিয়ে চিথলিয়া বাজারে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এসময় শেরপুর থেকে ছেড়ে আসা নকলাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। একই সময়ে একটু দূরে রাস্তার পাশে থাকা বৃদ্ধ সমেজ মিয়াকেও চাপা দেয় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলেই মারা যান শাপলা। স্থানীয়রা আহত শিশু তাওহীদ ও বৃদ্ধ সমেজ মিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানসহ চালক জুবায়ের মুন্সি (২৭) কে আটক করা হয়েছে।