শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রয়োজনের তুলনায় কম নির্মাণসামগ্রী ব্যবহার ও নির্মাণ ত্রুটির কারনে নির্মাণকাজ শেষ না হতেই এমন অবস্থা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে উপজেলা প্রশাসন বলেছে নতুন মাটিতে ভবন নির্মাণ করায় মাটি ডেবে গিয়ে ভবনে ফাটল দেখা দিয়েছে।
জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় ‘জমি আছে ঘর নেই’ এমন গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নে ৭২টি ঘর নির্মাণে প্রতিটির জন্য প্রায় ৩ লাখ টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়।
সুবিধাভোগীদের অভিযোগ, ঘর নির্মাণে প্রয়োজনের তুলনায় কম নির্মাণসামগ্রী ব্যবহার ও নির্মাণগত ত্রুটি রয়েছে। এছাড়াও নির্মাণশ্রমিকদের সাথে তাদের কাজ করতে হয়েছে এবং নিয়মিত প্রতিদিন দুপরে নির্মাণ শ্রমিকদের খাবার দিতে হয়েছে। বিষয়টি কোন কোন সুবিধাভোগির পক্ষে কষ্টের কারন হয়েছে। নির্মাণসামগ্রী প্রয়োজনের তুলনায় কম ব্যবহার করার কারনে নির্মাণকাজ শেষ না হতেই কোন কোন বিল্ডিংয়ের প্লাস্টার উঠতে শুরু করেছে। নির্মাণ ত্রুটির কারণে ডেফলাই গ্রামের আয়শা বেওয়ার ঘরে ফাটল ধরেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহামুদ জানান, ঘর নির্মাণে নির্মাণসামগ্রী কম ব্যবহার করা হয়নি। নতুন মাটিতে ঘর নির্মাণের কারনে আয়শা বেওয়ার ঘরে ফাটল দেখা দিয়েছে। সেটি ভেঙ্গে পুনরায় নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।