বান্দরবান: বান্দরবানে অধীর সেন (৭০) নামে রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে থাকা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরের ডনবস্কো স্কুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের ৫নং ওয়ার্ডের উজানিপাড়া মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) লাইব্রেরির সামনে সকালে মুখ থুবরে পড়ে থাকা একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এসময় ওই লাশের করোনা পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পুলিশের ধারণা, অতিরিক্ত মদপানে বিষক্রিয়া হয়ে রাতের কোনো সময় তিনি মারা গেছেন। তার বাড়ি কক্সবাজার জেলার খুরুসকুল এলাকায়। সে শহরের একটি চা দোকানে চাকরি করতো বলে জানায় পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
– এন এ জাকির