কলাপাড়া (পটুয়াখালী) : মহামারী করোনায় পর্যটন নগরী কুয়াকাটায় শিল্পীগোষ্ঠী সদস্যদের মাঝে প্রতিজনকে ১ হাজার টাকা করে চেক হস্থান্তর করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-সহিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মুহ্বিুর রহমান মুহিব।
বৃহস্পতিবার (১৪ মে) কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ-তহাবিল থেকে প্রাপ্ত এ চেক সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আমিরের কাছে ৩১ জন সদস্যদের জন্য হস্তান্তর করা হয়।
এসময় কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, প্রশাসানিক কর্মকর্তা ফারুজ্জামান, কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর সম্পাদক জনি আলমগীর, কোষাধ্যক্ষ জাকারিয়া জাহিদ, সাংগঠনিক নেছার উদ্দিন আশিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
– রাসেল কবির মুরাদ