আমানুল্লাহ আসিফ, স্টাফ রিপোর্টার : গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে গাজীপুরে বোর্ড বাজারে গুলিবিদ্ধ হয়ে আহত হন গার্মেন্টস কর্মী সবুজ মিয়া (২৪)। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবের ইউনিয়নের বাঘবের বালুচর গ্রামে। বাবা রিকশা চালক আমজাদ হোসেনের একমাত্র ছেলে সবুজ বর্তমানে কর্মহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীপুরের এমএম গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন সবুজ। গত ১৯ জুলাই গার্মেন্টস এর বাইরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সকাল দশটায় তাদের গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়। ফলে সবুজ গার্মেন্টস থেকে বাসায় ফিলছিল। পথিমধ্যে রাস্তায় তার হাতে গুলিবদ্ধি হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুলতান মেডিকেলে নিয়ে গেলে তাকে ভর্তি করা হয়নি। পরে জয়দেবপুর মেডিকেলে নেওয়া হলে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়। ফলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গুলি বের করা হয়। এসময় চিকিৎসকরা জানান, তার হাতের আঙ্গুলের স্নায়ু নষ্ট হয়ে গেছে।
গ্রামের বাড়িতে গেলে সবুজ জানান, “সকালেই অফিস ছুটি হওয়ায় বাসায় ফিরছিলাম। বোর্ড বাজার থেকে বড়বাড়ি পর্যন্ত আসতেই গুলি এসে আমার হাতের কনুইয়ে লাগে। এতে আমার হাত অকেজো হয়ে গেছে। এখন আমার রোজগার বন্ধ। এখন আমার পরিবারের কি হবে? প্রতিমাসে ১৪ হাজার টাকা বেতন পাইতাম। এতে সংসার ভালোই চলছিলো। এখন কাজ করবার পারি না। সংসার চলবো কি দিয়ে?”
সবুজের বাবা রিকশাচালক আমজাদ হোসেন বলেন, “রিকশা চালাইয়া যা পাই আমারই চলে না। পোলাডা গুলি খাইয়া পইড়া আছে। তার সংসার আমার কাঁধে পড়েছে। খুব কষ্টে দিন কাটতাছে।”
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, আহত সবুজের বিষয়ে খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।