বান্দরবান : বান্দরবানে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও জেলা পরিষদের সকল সদস্যদের অপসারণ করে অতি শীঘ্রই অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠনের দাবিতে অবস্থান ধর্মঘট -এর নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মো. মজিবুর রহমান। এসময় জেলা পরিষদ কার্যালয় ও চেয়ারম্যান বাসভবন অবরুদ্ধ করে রাখে তারা।
সোমবার (১২ আগষ্ট) সকাল ৮ টা থেকে ‘বান্দরবান সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে শতাধিক মানুষ নিয়ে জেলা পরিষদের বাউন্ডারির ভেতর প্রধান সড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।
অবস্থান ধর্মঘটে অবস্থানকারীরা বলেন, দুর্নীতিবাজ জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও সকল দূর্নীতিবাজ জেলা পরিষদের সদস্যদের অপসারণ করে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠন ও দূর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অবস্থান কর্মসূচি পালনকালে কাজী মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বান্দরবান পার্বত্য জেলাসহ তিন পার্বত্য জেলার পরিষদ দীর্ঘদিন ধরে ক্ষমতা অপব্যবহার করে শতকোটি টাকা দুর্নীতি করে আসছে। বিভিন্ন সরকারি অফিসের নিয়োগ বানিজ্য করে আসছে। এই পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাসহ সকল সদস্যদের অতিসত্বর গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং জনসম্মুখে তাদের সম্পদের হিসেব তুলে ধরতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে কাজী মুজিব আরো বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদকে পূর্ণগঠন করে সকল দুর্নীতিবাজদের যতদিন না পর্যন্ত আইনের আওতায় আনা হবে না ততদিন পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চলবে বলেও ঘোষনা দেন।
এই ঘটনায় পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা ঘন্টা ব্যাপী অপেক্ষা করেও যথাসময়ে অফিসে ঢুকতে না পেরে পাশ্ববর্তী হলিডে ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে এবং তার আশপাশে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে বর্তমান জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আমরা সকাল ৯টায় অফিসে এসে দেখি অফিসের সড়কটি অবরুদ্ধ। পরে অবরোধকারীদের নেতৃত্বে কাজী মজিবুর রহমান যে দাবি দাওয়া জানিয়েছেন, সে দাবিগুলো পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র কাছে অবহিত করেছি। তবে অবরোধকারীরা কোন লিখিত অভিযোগ পত্র দেয়নি। মৌখিকভাবে যা যা বলেছেন, সে কথাগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করেছি।
এদিকে সরকারি স্থাপনা ভাঙচুর এড়াতে সেনাবাহিনীর সদস্যরা জেলা পরিষদের চারপাশে কড়া নিরাপত্তায় রয়েছেন।