বান্দরবান : “আমরা আলাপ চাই, আলাপ হোক” এই স্লোগানকে সামনে রেখে অর্ন্তবর্তীকালীন সরকারের আদিবাসী অংশীজনদের সাথে আলোচনা ব্যতীত আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি নিয়োগে ক্ষুব্ধ জানিয়েছেন প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবানে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আদিবাসী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় দিকে শহরে প্রেস ক্লাব সামনে বাংলাদেশ সচেতন আদিবাসী ছাত্র- জনতা ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে বান্দরবানে বিভিন্ন সম্প্রদায়ে পাহাড়ি প্রতিনিধি প্রায় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, পাহাড়ে বসবাসরত আদিবাসীদের নিয়ে যারা প্রতিনিধিত্ব করে, তাদের সঙ্গে কোনরকম আলোচনা না করেই নিজের পছন্দ ব্যক্তিকে দেশ পরিচালনা জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে। তা কোন মতেই কাম্য নয়। আমরা পাহাড়ি শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সংহতি জানিয়ে রাজপথে নেমেছি। কিন্তু নতুন সরকার এসেই আমাদের সঙ্গে বৈষম্য বিরোধী পায়তারা করছে। আমরা চাই অতি দ্রুত আদিবাসীদের যেসব সংগঠন ও স্টেক-হোল্ডার আছে, তাদের সাথে আলোচনা করেই প্রতিনিধি ঠিক করার হোক।
তারা বলেন, কোথায় সমস্যা আছে তা নিয়ে আলোচনা হতে পারে, তা না হলে আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকার পাশাপাশি আগামীতে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনে যাবার হুঁশিয়ার দেন আদিবাসী ছাত্র নেতারা।
প্রতিবাদ সমাবেশে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগে স্থানীয়দের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সভায় উকিংওয়ং মারমা সভাপতিত্বে উসিংম্যা মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন- আইনজীবী উবাথোয়াই মারমা, মারমা সম্প্রদায়ের অংশৈম্যাই মারমা, চাকমা সম্প্রদায়ের এডিশন চাকমা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিটন তঞ্চঙ্গ্যা, ম্রো সম্প্রদায়ের চংলক ম্রো, খেয়াং সম্প্রদায়ের হিরো খেয়াং, খুমী সম্প্রদায়ের সইনাং খুমী প্রমুখ।
পরে সমাবেশ শেষে জেলা প্রেস ক্লাব চত্বর থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।