বান্দরবান : স্থানীয় জনগণের মতামত ও পার্বত্য জেলা পরিষদের আইনকে প্রধান্য দিয়ে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ৫ দফা দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবানে স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় শহরে মাস্টার গেস্টহাউজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন। অনুষ্ঠান শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি এক মিনিট নিরবতা পালন করেন।
সংবাদ সম্মেলনে মার্মা জনগোষ্ঠীর ছাত্র প্রতিনিধি উসিংম্যা মার্মা, উকিংওয়াং মার্মা ও অংশৈসিং মার্মা। খুমী জনগোষ্ঠীর নাংফ্রা খুমী, খেয়াং জনগোষ্ঠীর হিরো খেয়াং, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর প্রতিনিধি বিজয়ান তঞ্চঙ্গ্যাসহ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে ছাত্র নেতা উকিংওয়াং মার্মা লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন উকিংওয়াং মার্মা।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের বিশেষ একটি অঞ্চল। এখানে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে পার হবার পর ঐতিহাসিক পার্বত্য চুক্তি ১৯৯৭ পর এ অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার যাত্রা শুরু করে। স্থানীয় পাহাড়ী জনগোষ্ঠীর পাশাপাশি এখানে বসবাসরত বাঙালি ভাই-বোনদের মাঝেও এক বিরাট স্বস্তির বার্তা নিয়ে এসেছিলো ১৯৯৭ স্বাক্ষরিত এ চুক্তি। চুক্তিতে পাহাড়ী বাঙালির সহাবস্থান নিশ্চিত করে বিশেষ বিশেষ ধারা সংযোজিত হওয়ায় পার্বত্য জেলা পরিষদ একটি স্বতন্ত্র এবং বিশেষ জেলা হিসেবে পরিচিত লাভ করেছে।
পার্বত্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া ও চুক্তি মোতাবেক জেলা পরিষদের নির্বাচন না হওয়ায় জনবান্ধন প্রতিনিধি নির্বাচন হতে বান্দরবানসহ অন্যান্য পার্বত্যবাসী বঞ্চিত হয়ে আসছে। এতে দেখা যায়, জেলা পরিষদের সদস্য বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় জনগণের সাথে আলোচনা না করে ফ্যাসীবাদী সরকারের মদদপুষ্ট ব্যক্তিদের আনা হয়েছিল জেলা পরিষদের আসনগুলোতে। ফলে সুষ্ঠুভাবে নির্বাচন না হওয়া ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের অভাবে পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পার্বত্য বান্দরবানবাসীর মনে।
তিনি আরও বলেন, চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পরো কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং এ অন্তর্বর্তীকালীন সময়েও পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের সুযোগ নেই, তবে আমরা দাবি করি, অন্তর্বর্তীকালীন সময়ে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এ প্রতিষ্ঠানের সদস্য বাছাইয়ের ক্ষেত্রে এমন সদস্যদের বাছাই করা হোক যিনি নির্দলীয়, সৎ, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক।
ছাত্র সমাজের ৫ দফা দাবিসমূহ
১। অতি শীঘ্রই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বাধ্যতামূলক অব্যাহতি বা অপসারণ করতে হবে।
২। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে ভারসাম্য বজায় রেখে দুইজন সদস্য নিয়োগ করতে হবে।
৩। ইতিপূর্বে বান্দরবান জেলা পরিষদে চেয়ারম্যান বা সদস্য ছিলেন কিংবা আওয়ামীলীগ ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন কিংবা কোন রাজনৈতিক কোন অঙ্গ সংগঠন বা পেশাজীবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন এমন কাউকে জেলা পরিষদে চেয়ারম্যান বা সদস্য নিযোগ দেওয়া যাবে না। ৩। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কিংবা সাম্প্রদায়িক উস্কানি দাতাদের বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান বা সদস্য নিয়োগ দেওয়া যাবে না।
৪। বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন অংশীজনের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে সৎ ও যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ প্রদান করতে হবে।
৫। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠনের পর জেলা পরিষদের যে কোন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাত্র প্রতিনিধির উপস্থিতিতেই নিতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের নতুন আরেক যাত্রার সূচনা করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন সংবাদ সম্মেলনে শেষ করেন।