নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর দুস্থ আড়াইশ নারী-পুরুষের মাঝে একটি করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
নিজ সম্পদের যাকাতের অর্থ হতে সোমবার বর্ণ ডায়াগোনস্টিক সেন্টারে এসব বিতরণ করেন শহরের বিশিষ্ট তরুণ ব্যবসায়ী দেলোয়ার হোসেন রিপন। প্রথম দফায় সোমবার এসব বতরণের পর দ্বিতয়ি দফায় পরবর্তীতে আরও আড়াইশ জনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে বলে জানা গেছে। প্রতিবছর নিজ সম্পদের যাকাতের অর্থ থেকে তিনি এলাকার দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে থাকেন।