নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে সরকারীভাবে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সরকারী খাদ্যগুদাম প্রাঙ্গনে এ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ প্রমুখ। এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সম্রাট খান, উপ-পরিদর্শক সোহেল মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গুদাম কর্তৃপক্ষ জানান, চলতি মৌসুমে ২৬ টাকা কেজি দরে অতিরিক্ত প্রাপ্ত বরাদ্দ মিলে ৪ হাজার ১৫৯ মেট্রিকটন ধান ও ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ২৫৩ মেট্রিকটন চাল সরকারীভাবে ক্রয় করা হবে।