হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে স্বদেশী ইউনিয়নের এক পুকুর থেকে মনির হোসেন (২০) নামে অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
গতকাল সোমবার (১৮ মে) বিকেলে ভাসমান অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত মনির হোসেন স্বদেশী ইউনিয়নের হাই স্কুল সংলগ্ন বাবুল মিয়ার পুত্র। সে আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, পুকুরে উলঙ্গ অবস্থায় ভাসমান একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহামুদ, এসআই খোকন চন্দ্র সরকার ও মাহমুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত মনির হোসেনের লাশ উদ্বার করেন। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুকুরের পাড় থেকে তার পরিহিত লুঙ্গি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হালুয়াঘাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
– মুহা: মাসুদ রানা