নালিতাবাড়ী (শেরপুর) : করোনায় কর্মহীন শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ব্যক্তিগত উদ্যোগে এ উপহার বিতরণ করেন।
শহরের ৩ ও ৪নং ওয়ার্ডের দুস্থদের মাঝে বিতরণকৃত উপহারের মধ্যে ছিল ১০ কেজি করে চাল, আধাকেজি চিনি, আধালিটার সয়াবিন ও এক প্যাকেট করে সেমাই। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহেল, যুবনেতা জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।