1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে শ্রীবরদীতে ছাত্রদলের মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

শ্রীবরদী(শেরপুর) : আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে মাহমুদুল হক রুবেল শেরপুর- ৩ আসনের নির্বাচনী এলাকা শ্রীবরদীতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে শ্রীবরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গুমের শিকার, সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়ণের ঘটনার যথাযথ বিচার দাবী করা হয়।

এছাড়াও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম, খুনের রাজনীতি থেকে বিরত থাকার আহব্বান জানানো হয়েছে।

মানববন্ধনে শ্রীবরদী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহবায়ক সুমন শাহরিয়ার রাফি, সদস্য সচিব মোহাম্মদ জাকির খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, হৃদয় খান, তন্ময় আহম্মেদ, চঞ্চল, আবু হুরায়রা, মঞ্জুরুল ইসলাম বা্প্পী, সুমন আহমেদ, সদস্য আসিকসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com