1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

বান্দরবানে সাবেক মন্ত্রী তাজুল ও স্ত্রীর বিরুদ্ধে ভূমি দখল ও হত্যার হুমকি অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবানে লামায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলাম অবৈধভাবে অসহায় পরিবারের ভূমি দখল ও বিভিন্ন মিথ্যা মামলার হয়রানীসহ হত্যার হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রামবাসী। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বান্দরবানে প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গ্রামবাসী জানান, ২০১৯ সালে থেকে আ.লীগ ক্ষমতা থাকাকালীন লামা সরই ইউনিয়নের টংগা ঝিড়ি মৌজায় ভূয়া জমির কাগজ দেখিয়ে জোড়পূর্বকভাবে ৩০০ একরের বেশী জায়গা দখলে নেন সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলাম। পরবর্তীতে গ্রামবাসীদের মিথ্যা মামলা হয়রানীসহ হত্যার হুমকি দিয়ে মারধর করে প্রায় ১৫০শত পরিবারকে নিজের জায়গা থেকে বিতাড়িত করেন। সেই সুযোগে ক্ষমতা দেখিয়ে গ্রামবাসীদের বাগান থেকে জোড়পূর্বকভাবে থেকে সেগুন,গামারীসহ কয়েক হাজার গাছ কেটে নিয়ে যায় সাবেক মন্ত্রী লোকজন।

গ্রামবাসী আরও বলেন, সাবেক মন্ত্রী অবৈধ জায়গাতে কুলিল্লা লাকসাম থেকে অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ১৫০ জন লোক নিয়ে আসেন তাজুল ইসলাম বাগানে কেয়ার টেকার সাহবুদ্দিন। এরপর এসব লোক দিয়ে চালানো হয় জায়গা দখল, মামলা ও মারধরসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড। তাছাড়া এই কাজে জড়িত রয়েছেন লামা সরই ইউনিয়নের চেয়ারম্যান মো: ইদ্রিছ ও লামা সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম। এসব বিষয়ে আদালতে মামলা করলেও ভুক্তভোগীরা কোন সুরাহা পাইনি। বরংচ উল্টো মামলা দিয়ে গ্রামবাসীদের হয়রানী করেন তারা। তাই দখলে নেয়া জায়গা উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী গ্রামবাসী।

সংবাদ সম্মেলনে প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রথম আলো সিনিয়র প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমাসহ ভুক্তভোগী গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com