বান্দরবান : বান্দরবানে মধ্যম পাড়া মারমা বাজার পাশে সাঙ্গু নদীর ঘাট এলাকা থেকে ভাসমান একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকজন মধ্যম পাড়াবাসী কিশোর নদীর ঘাটে গোসলে নামলে সাঙ্গু নদীর মধ্যখানে ভাসমান এক মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা বান্দরবান সদর থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করেন। লাশটি উদ্ধারের পর প্রাথমিকভাবে নাম পরিচয় পাওয়া যায়নি। তবে লাশটি পাহাড়ি কোনো সম্প্রদায়ের পুরুষ বলে জানিয়েছেন।
বান্দরবান সদর থানা তদন্ত কর্মকর্তা আবুল হাসেম বলেন, সঙ্খ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।