1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টার উদ্বোধন শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০ শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে সমাবেশ দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি, অভিযোগ তারেকের শহিদ মিনারে হাজার হাজার শিক্ষকের অবস্থান গণভোট নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বিএনপি: হামিদুর রহমান টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৪, আহত ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন পর্যটক। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। উত্তরকাশীর হরশিল হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করছিল তারা। মাঝপথেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং দুইজন আহত হন। নিহতরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

ঘটনার পরপরই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলের পথে রয়েছেন বলে জানা গেছে।

প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। হেলিকপ্টারটি দেহরাদুন থেকে উড়েছিল এবং গন্তব্য ছিল হরশিল হেলিপ্যাড। সেখান থেকে পর্যটকদের গঙ্গনানির দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, যা হরশিল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।

উল্লেখ্য, এমন সময় এই দুর্ঘটনা ঘটলো যখন ভারত-পাকিস্তান সীমান্তে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে। ফলে দুর্ঘটনার প্রেক্ষাপট এবং নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com