নালিতাবাড়ী (শেরপুর) : পুলিশের তাড়া খেয়ে পিকআপসহ মাছ বহনের ড্রামভর্তি ভারতীয় মদের বোতল রেখে পালিয়েছে এর অজ্ঞাতনামা চালক। এর আগে পুলিশের তাড়া খেয়ে পাহাড়ে লুকিয়ে যায় মাদক পাচারকারীরা।
মঙ্গলবার (১৩ মে) ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া এলাকা থেকে তাড়া খেয়ে কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় পিকআপসহ মদ ফেলে যাওয়ার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে মদের চলান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি সন্দেহজনক পিকআপকে থামতে নির্দেশ দিলে দ্রুত পিকআপ নিয়ে সটকে পড়ে এর চালক। একই সঙ্গে মদের চালানের সাথে জড়িতরা পাহাড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সিএনজি যোগে পিকআপটির পেছনে ধাওয়া করে। একপর্যায়ে প্রায় ১৮-২০ কিলোমিটার দূরে কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় খড়ের গাদার পাশে পিকআপ রেখে পালিয়ে যায় চালক। এসময় ওই পিকআপে তল্লাশী চালালে মাছ বহনের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা দুটি ব্র্যান্ডের ৬০টি ভারতীয় মদের বোতল জব্দ করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।