রংপুর : রংপুর নগরীর বেতপট্টি এলাকার ‘লক্ষী জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে দিনদুপুরে অভিনব কৌশলে একশ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।
বুধবার (১৪ মে) দুপুরে দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে দুই দলে বিভক্ত হয়ে ৫ নারী এই চুরির ঘটনা ঘটায়। চুরি যাওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন দোকান মালিক।
দোকানের কর্মচারীদের বরাতে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ২ জন ও ৩ জন করে মোট ৫ জন নারী দোকানে প্রবেশ করে। তারা গহনা দেখার কথা বলে দীর্ঘক্ষণ সময় নেন এবং বিভিন্ন অজুহাতে কর্মচারীদের ব্যস্ত রাখেন। কয়েকবার গহনা পরিষ্কারের নামে কর্মচারীদের বাইরে পাঠানো হয়। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে একজন কর্মচারীকে বাইরে পাঠিয়ে বাকি কর্মচারীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে ক্যাশ কাউন্টারের পাশে থাকা স্বর্ণের স্টক বক্সটি চুরি করে নিয়ে যায় তারা।
সিসিটিভি ফুটেজে দেখা যায় কর্মচারীদের ব্যস্ত রেখে ১০০ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় ৫ নারী।
দোকানের মালিক অনিন্দ বসাক জানান, চুরি যাওয়া বক্সে একশ’রও বেশি ভরি স্বর্ণ ছিল, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। বিকেল ৩টার দিকে বিষয়টি প্রথম নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়। তিনি দ্রুত চোরদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
রংপুর জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক সোহেল বলেন, স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্যবসায় ঝুঁকি বাড়ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। নগরজুড়ে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা দরকার।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। একজন কর্মকর্তা দায়িত্ব নিয়ে তদন্ত করছেন।