1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

নয় শিরোপার মধ্যে সবচেয়ে বাজে মৌসুম রোনালদোদের

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইতালির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর সিরি ‘আ’কে রীতিমতো এক ঘোড়ার রেস বানিয়ে ফেলেছে জুভেন্টাস। গত ৯ মৌসুম ধরে চ্যাম্পিয়ন দলের নাম শুধু জুভেন্টাস। সেই ২০১১-১২ মৌসুম থেকে শুরু করে ২০১৯-২০ পর্যন্ত সবকয়টি সিরি ‘আ’ শিরোপা জিতেছে তুরিনের ক্লাবটি।

ধারাবাহিকতা ধরে চলতি মৌসুমে টানা নবমবারের মতো শিরোপা ঠিকই জিতেছে তারা, তবে এই নয় আসরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম এবারই কেটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের। পরিসংখ্যানেই তা স্পষ্ট। মাত্র ১ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপাটি জিতেছে তারা। অর্থাৎ আরেকটু হলেই শিরোপা হাতছাড়া হয়ে যেত মাউরিসিও সারির শিষ্যদের।

সবমিলিয়ে এবারের লিগ ৩৮ ম্যাচ থেকে ৮৩ পয়েন্ট পেয়েছে জুভেন্টাস। গত ৯ আসরে এটিই তাদের সর্বনিম্ন সংগ্রহ। এছাড়া আগের আটবারের চেয়ে বেশি গোলও হজম করেছে তারা। প্রতিপক্ষের জালে ৭৬ গোলের বিপরীতে তারা নিজেদের জালে গোল হতে দেখেছে ৪৩ বার।

শুধু তাই নয়, শীর্ষে বসে মোট ২১ পয়েন্ট খুইয়েছেন রোনালদো-দিবালারা। যা কি না সিরি ‘আ’র ইতিহাসে যেকোন চ্যাম্পিয়ন দলের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্সের রেকর্ড। তারা মুক্তি দিয়েছে রোমাকে, ১৯৮২-৮৩ মৌসুমে শীর্ষে থেকেও ২০ পয়েন্ট হারিয়েছিল রোমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com