শেরপুর : শেরপুর জেলা কারাগারে সুফিয়া বেগম (৫০) নামে এক মহিলা হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুফিয়া জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মেছেরচর এলাকার মৃত আইয়ুব আলীর স্ত্রী।
শেরপুর কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, রাত পৌনে ১০টার দিকে সুফিয়ার খিচুনি হয়ে দাঁত লেগে যায়। ফলে সাথে সাথে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রাত ১০ টার দিকে সোফিয়াকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
সুফিয়া গত ২৬ আগস্ট শেরপুর সদর থানার ডলার জালিয়াতির একটি মামলায় গ্রেফতার হয়ে জেলা কারাগারে হাজতবাস করছিলেন।