স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রকাশিত জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলার কাগজ’ এর উপদেষ্টা সম্পাদক হলেন সিনিয়র সাংবাদিক ও নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সামেদুল ইসলাম তালুকদার। একইসঙ্গে তাকে ভিশন মিডিয়ার পরামর্শক হিসেবেও মনোনীত করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিষয়টি ভিশন মিডিয়ার কর্ণধার এবং বাংলার কাগজ প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যায়ক্রমে আরও পরামর্শক নিয়োগ দেবে ভিশন মিডিয়া।
তিনি জানান, পাঠক ও দর্শকদের চাহিদা সামনে রেখে ক্রমবর্ধমান ভিশন মিডিয়ার কার্যক্রমকে আরও যুগপযোগী করতে এবং ভিশন মিডিয়ার কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভিশন মিডিয়া থেকে ‘বাংলার কাগজ’ এর প্রিন্ট ও ওয়েব ভার্সন ছাড়াও ‘চ্যানেল বাংলা টেলিভিশন’ প্রচারে রয়েছে। ‘নালিতাবাড়ীর কাগজ টুয়েন্টিফোর ডটকম’ প্রকাশনায় এলেও বেশকিছু জটিলতায় এর প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে প্রকাশিত হচ্ছে ‘দৈনিক নালিতাবাড়ীর কাগজ ডটকম’। এরইমধ্যে এ পত্রিকাটিতে সম্পাদকমন্ডলী ও স্টাফ হিসেবে কয়েকজনকে চূড়ান্ত করা হয়েছে। ‘দৈনিক নালিতাবাড়ীর কাগজ ডটকম’ নবগঠিত সম্পাদকমন্ডলী কর্তৃক পরিচালিত হবে। অন্যদিকে বাংলার কাগজ পরিচালিত হবে সামেদুল ইসলাম তালুকদার এবং আমার সমন্বয়ে।
তিনি আরও জানান, ‘নালিতাবাড়ীর কাগজ টুয়েন্টিফোর ডটকম’ এবং ‘দৈনিক নালিতাবাড়ীর কাগজ ডটকম’ এর ডোমেইন অনেক আগেই কেনা ছিল। আত্মপ্রকাশ করছে পর্যায়ক্রমে। মূলত প্রতিযোগিতায় টিকে থাকতে একটি জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম, একটি প্রিন্ট মাধ্যম, একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল এবং একটি স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা করা হচ্ছে। সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই।