– সুমাইয়া ইয়াছমিন উর্মি –
বর্তমান সমাজ হয়েছে বেহুঁশ
তারাই করছে ভুল
আবার পড়ছে যুগের দোষ।
সময় চলছে সময়ের মতো
সময়ের সাথে তাল মিলিয়ে।
নেই বিশ্বাস, দেয় আশ্বাস
থাকে তার আশায়
চোঁখের জলে সব ভাসায়।
মুখ দেখে সঠিক বুঝা যায় না, ধরা যায় না।
পাইনা সুখের ঠিকানা
সব হয়ে যায় অজানা।
পড়ছে দু’টানায়
এসব কি মানুষের জীবনে মানায়?
যদি থাকত বিশ্বাস
তবে হতে হতো না নৈরাশ।
ভেঙে দেয় বুকের পাঁজর
আশ্রয় নেয় হিংসার আসর।