শেরপুর : না ফেরার দেশে চলে গেলেন শেরপুরের ৯নং চরমোচারিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খোরশেদুজ্জামান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৬ জুন) ভোররাত সাড়ে তিনটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
খোরশেদুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমানে শেরপুর জেলা আওয়ামী লীগ এর অন্যতম সদস্য ছিলেন। তার প্রথম নামাজে জানাজা বেলা ২ ঘটিকায় পৌর ঈদগাহ মাঠে ও দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।