ঝিনাইগাতী (শেরপুর): ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। এসময় প্রধান অতিথি বলেন, সরকার ভূমি সেবা আধুনিক ও ডিজিটাল করার সকল উদ্যোগ হাতে নিয়েছে। ফলে সহজে এবং দ্রুততম সময়ে মানুষ সেবা পাচ্ছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগত সেবাপ্রার্থীদের মাঝে নামজারি খতিয়ান, গাছের চারা ও গেঞ্জি বিতরণ করা হয়।
এসময় সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সাব-রেজিস্ট্রার হযরত আলীসহ সকল ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।