স্টাফ রিপোর্টার : ২০২০-২১ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত আউশ ধান বীজ উৎপাদন (এসএমই) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুন) বিকেলে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মাঠ দিবসের অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের উপ-পরিচালক মো. মতিউজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো. রিজওয়ানুল বারী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসানুল্লাহ খান বাপ্পী।
এ সময় বক্তারা আধুনিক আউশ ধান রোপনে কৃষকদের নতুন নতুন প্রযুক্তির বিষয়ে ধারনা দেন ও আউশ ধান রোপনে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজল চন্দ্র সরকার। অনুষ্ঠান শেষে কৃষকদের রোপনকৃত আউশ ধান ক্ষেত ঘুরে দেখেন অতিথিবৃন্দ।