শেরপুর : শেরপুর জেলায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠী পেলো সরকারি ঘর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠেছে ‘স্বপ্নের ঠিাকানা’ নামের একটি গুচ্ছগ্রাম।
সোমবার (৭ জুন) দুপুরে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নে দুই একর জায়গায় ৬৯লাখ ৪হাজার টাকা ব্যয়ে নির্মিত আবাসন প্রকল্পে ৪০ জন হিজড়ার হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। একই সাথে উপকারভোগীদের জন্য খাবার, রান্নার সামগ্রী, বিছানা, বিছানার চাদর, বালিশ ও কম্বল বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব, স্থানীয় সরকার) এটিএম জিয়াউল ইসলাম, মহিলা নেত্রী নাসরিন আখতার, জনউদ্যোগের আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুকুর, শাক-সবজি ও ফসল আবাদের জন্য রাখা হয়েছে খোলা জায়গা, আত্মকর্ম প্রশিক্ষণের জন্য নির্মিত হচ্ছে একটি মাল্টিপারপাস কক্ষ আবাসনে রয়েছে।