স্টাফ রিপোর্টার: শেরপুরর নকলায় ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এবং আরডিএস এর বাস্তবায়নাধীন “ক্ষমতায়ন” প্রকল্পের উদ্যোগে “স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহজাহান আলম সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আহাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও ক্ষমতায়ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ উজ্জল কুমার দত্ত রায়, জেলা সমন্বয়কারী কৃষিবিদ মোঃ মাহবুব হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, নকলা উপজেলার কৃষিপণ্য উৎপাদক সমিতির নেতৃবৃন্দ ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।