স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিক হকির ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর ছিল ভারত। কিন্তু সেমিফাইনালে তাদের সে স্বপ্ন চুরমার করে দিয়েছে বেলজিয়াম।
মঙ্গলবার গেমস হকির প্রথম সেমিফাইনালে ভারতকে ৫-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বেলজিয়াম। রিও অলিম্পিকের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রৌপ্য জিতেছিল বেলজিয়াম।
বেলজিয়ামের জয়ের নায়ক হেন্ডরিকস। পিছিয়ে পড়া ভারত যখন ২-১ গোলে এগিয়ে যায়, তারপরই জ্বলে ওঠেন বেলজিয়ামের এ ডিফেন্ডার। পরপর ৩ গোল করে ভারতকে পেছনে ফেলেন ৪-২ গোলে। ৬০ মিনিটে ডোমেন গোল করে জয়ের ব্যবধান ৫-২ করেন।
দ্বিতীয় মিনিটে লুইপায়ের্টের গোলে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। ভারতকে এগিয়ে দিয়েছিল ৭ মিনিটে হারমানপ্রিত সিং আর ৮ মিনিটে মান্দীপ সিংয়ের গোল।
কিন্তু এরপর ভারত আর গোলে আদায় করতে পারেনি। বেলজিয়াম চারটি গোল করে নিশ্চিত করে ফাইনালের টিকিট।
প্রথম অলিম্পিক স্বর্ণজয়ের লক্ষ্যে বেলজিয়াম ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও জার্মানির মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ীর সঙ্গে। পরাজিত দল ভারতের সঙ্গে নামবে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে।