স্পোর্টস ডেস্ক : ধীরে ধীরে ব্যবধানটা স্পষ্ট করে তুলেছে চীন। আজ ছিল টোকিও গেমসের ১২তম দিন। এই ১২তম দিন শেষে চীনারা বুঝিয়ে দিয়েছে, পদক তালিকায় সেরার স্থানে থাকতেই তারা টোকিও এসেছে এবং আপাতত শীর্ষস্থানে নিরঙ্কুশ অবস্থান ধরে রেখেছে তারা।
এ পর্যন্ত ৩২টি সোনার পদক জিতেছে তারা। ২৪টি সোনা জয় করে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। টানা চারদিন খরা কাটানোর পর আজ নিজেদের ঝুলিতে দুটি সোনা যোগ করতে পেরেছে স্বাগতিক জাপান। সব মিলিয়ে ১৯টি সোনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা।
সোনা জয়ে চীনের চেয়ে পিছিয়ে থাকলেও মোট পদকজয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র। তাদের মোট পদক ৭২টি। চীনের পদক ৬৯টি।
অলিম্পিকের পদক তালিকা (৩-৮-২০২১, মঙ্গলবার)
নং | দেশ | সোনা | রুপা | ব্রোঞ্জ | মোট |
১ | চীন | ৩২ | ২১ | ১৬ | ৬৯ |
২ | যুক্তরাষ্ট্র | ২৪ | ২৮ | ২১ | ৭৩ |
৩ | জাপান | ১৯ | ৬ | ১১ | ৩৬ |
৪ | অস্ট্রেলিয়া | ১৪ | ৪ | ১৫ | ৩৩ |
৫ | রাশিয়া | ১৩ | ২১ | ১৮ | ৫২ |
৬ | ব্রিটেন | ১৩ | ১৭ | ১৩ | ৪৩ |
৭ | জার্মানি | ৮ | ৮ | ১৪ | ৩০ |
৮ | ফ্রান্স | ৬ | ১০ | ৮ | ২৪ |
৯ | নেদারল্যান্ডস | ৬ | ৭ | ৭ | ২০ |
১০ | দক্ষিণ কোরিয়া | ৬ | ৪ | ৯ | ১৯ |
১১ | নিউজিল্যান্ড | ৬ | ৪ | ৫ | ১৫ |
১২ | ইতালি | ৫ | ৯ | ১৫ | ২৯ |
১৩ | হাঙ্গেরি | ৪ | ৪ | ৩ | ১১ |
১৪ | কিউবা | ৪ | ৩ | ৪ | ১১ |
১৫ | চেক প্রজাতন্ত্র | ৪ | ৩ | ১ | ৮ |
১৬ | কানাডা | ৩ | ৪ | ৭ | ১৪ |
১৭ | সুইজারল্যান্ড | ৩ | ৪ | ৫ | ১২ |
১৮ | ব্রাজিল | ৩ | ৩ | ৭ | ১৩ |
১৯ | ক্রোয়েশিয়া | ৩ | ৩ | ২ | ৮ |
২০ | চাইনিজ তাইপে | ২ | ৪ | ৪ | ১০ |
২১ | পোল্যান্ড | ২ | ২ | ২ | ৬ |
২২ | ডেনমার্ক | ২ | ১ | ৩ | ৬ |
২৩ | জ্যামাইকা | ২ | ১ | ২ | ৫ |
২৪ | নরওয়ে | ২ | ১ | ১ | ৪ |
২৫ | স্লোভেনিয়া | ২ | ১ | ১ | ৪ |
২৬ | ইকুয়েডর | ২ | ১ | ০ | ৩ |
২৭ | গ্রিস | ২ | ০ | ১ | ৩ |
২৮ | উজবেকিস্তান | ২ | ০ | ১ | ৩ |
২৯ | কসোভো | ২ | ০ | ০ | ২ |
২৯ | কাতার | ২ | ০ | ০ | ২ |