1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

টোকিও অলিম্পিকে সেরা হওয়ার পথে চীন

  • আপডেট টাইম :: বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : ধীরে ধীরে ব্যবধানটা স্পষ্ট করে তুলেছে চীন। আজ ছিল টোকিও গেমসের ১২তম দিন। এই ১২তম দিন শেষে চীনারা বুঝিয়ে দিয়েছে, পদক তালিকায় সেরার স্থানে থাকতেই তারা টোকিও এসেছে এবং আপাতত শীর্ষস্থানে নিরঙ্কুশ অবস্থান ধরে রেখেছে তারা।

এ পর্যন্ত ৩২টি সোনার পদক জিতেছে তারা। ২৪টি সোনা জয় করে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। টানা চারদিন খরা কাটানোর পর আজ নিজেদের ঝুলিতে দুটি সোনা যোগ করতে পেরেছে স্বাগতিক জাপান। সব মিলিয়ে ১৯টি সোনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা।

সোনা জয়ে চীনের চেয়ে পিছিয়ে থাকলেও মোট পদকজয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র। তাদের মোট পদক ৭২টি। চীনের পদক ৬৯টি।

অলিম্পিকের পদক তালিকা (৩-৮-২০২১, মঙ্গলবার)

নংদেশসোনারুপাব্রোঞ্জমোট
চীন৩২২১১৬৬৯
যুক্তরাষ্ট্র২৪২৮২১৭৩
জাপান১৯১১৩৬
অস্ট্রেলিয়া১৪১৫৩৩
রাশিয়া১৩২১১৮৫২
ব্রিটেন১৩১৭১৩৪৩
জার্মানি১৪৩০
ফ্রান্স১০২৪
নেদারল্যান্ডস২০
১০দক্ষিণ কোরিয়া১৯
১১নিউজিল্যান্ড১৫
১২ইতালি১৫২৯
১৩হাঙ্গেরি১১
১৪কিউবা১১
১৫চেক প্রজাতন্ত্র
১৬কানাডা১৪
১৭সুইজারল্যান্ড১২
১৮  ব্রাজিল১৩
১৯ক্রোয়েশিয়া
২০চাইনিজ তাইপে১০
২১পোল্যান্ড
২২ডেনমার্ক
২৩জ্যামাইকা
২৪নরওয়ে
২৫স্লোভেনিয়া
২৬ইকুয়েডর
২৭গ্রিস
২৮উজবেকিস্তান
২৯কসোভো
২৯কাতার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com