1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪২২ বাংলাদেশি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

প্রবাসের ডেস্ক : লেবানন থেকে নিজ দেশে ফেরা অব্যাহত রয়েছে বাংলাদেশিদের। এ পর্যায়ে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শুক্রবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বৈধ কাগজপত্রবিহীন আরও ৪২২ বাংলাদেশি। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তারা বাংলাদেশে পৌঁছাবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে তাদের সবার হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান টিকিট নিতে আসা বাংলাদেশিরা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশটির এমন সংকটময় মূহুর্তেও দূতাবাস আমাদের সর্বোচ্চ সেবা দিচ্ছে। জেল-জরিমানা ছাড়া নিজ দেশে ফিরতে পেরে আমরা আনন্দিত। দেশটিতে চলমান ডলার সংকটই আমাদের বাধ্য করছে নিজ দেশে ফিরতে।

এদিকে, দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফিরতে কর্মসূচিতে প্রতিদিনই প্লেনের টিকিটের অর্থ পরিশোধ করে নিজের নাম-নিবন্ধন করছে বাংলাদেশিরা।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমানের ২২টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার বাংলাদেশি নিজ দেশে ফেরতে সক্ষম হয়েছে।

লেবাননে গত দুই বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দা ও ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার অস্বাভাবিক মূল্যহাসের ফলে বাধ্য হয়ে বৈধ ও অবৈধ সব দেশের প্রবাসীরা দলে দলে লেবানন ত্যাগ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!